Nabadhara
ঢাকারবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে দুর্গাপূজা উপলক্ষে র‍্যাব-১৩ এর কঠোর নিরাপত্তা ব্যবস্থা

মো.এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

মো.এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি

রাত পোহালেই পঞ্চগড়ে শুরু হচ্ছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে জেলা প্রশাসনের পাশাপাশি র‍্যাব-১৩ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

পঞ্চগড় জেলার প্রায় ২৯৯টি পূজামণ্ডপের চারপাশে ইতোমধ্যেই র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রোধে কাজ করছে বিশেষ সাইবার মনিটরিং টিমও।

পঞ্চগড় সদরের শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দিরে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১৩ সিপিসি-২ নীলফামারীর কোম্পানী কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন বলেন,
“পূজার সময় জুড়ে র‍্যাব সদস্যরা মাঠে সক্রিয় থাকবে এবং স্থানীয় পূজা উদযাপন কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে। পাশাপাশি বাড়তি নজরদারি ও সাইবার মনিটরিং কার্যক্রম চালানো হবে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদরের শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি প্রদীপ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মধুসুদন বর্মন রনিক বনিক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি জীবধন বর্মন এবং র‍্যাব-১৩ এর অন্যান্য সদস্যরা।

উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে র‍্যাব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনগণের সহায়তা ও সচেতনতা কামনা করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।