Nabadhara
ঢাকারবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

হাকিমপুরে সাবেক চেয়ারম্যান কাওছারের বিরুদ্ধে বিক্ষোভ

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের হাকিমপুর উপজেলার ১নং খট্রা-মাধবপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাওছার রহমানের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে এলাকাবাসী। চেয়ারম্যান পদে পুনরায় ক্ষমতায় ফেরার পাঁয়তারা শুরু করায় ইউনিয়নবাসী ক্ষোভে ফেটে পড়ে রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে কয়েকশ’ মানুষ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।

স্থানীয়দের অভিযোগ, কাওছার রহমান কারচুপি করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবং দীর্ঘদিন পলাতক থাকার পর এখন আবার শান্তিপূর্ণভাবে পরিষদে বসতে চাইছেন।

ইউনিয়নবাসী জহুরুল ইসলাম জানান, আওয়ামী লীগ সরকার আমাদের কাছে অবৈধ। সেই দলের সাবেক চেয়ারম্যান কাওছার রহমানও অবৈধ চেয়ারম্যান। তিনি কারচুপি করে নির্বাচিত হয়েছেন। দীর্ঘদিন পালিয়ে থাকার পর চেয়ারে বসার চেষ্টা আমরা মেনে নেব না।

চৌধুরী ডাঙ্গাপাড়া গ্রামের হাবিবুর রহমান বলেন, কাওছার তার সময়ে বহু নিরীহ মানুষকে অত্যাচার করেছেন। তিনি একজন ভূমিদস্যু। হয়রানি করে টাকা আদায় করতেন। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। আমরা তাকে আর ক্ষমতায় বসতে দেব না।

শালখুরিয়া গ্রামের শাকিল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, এই কাওছার রহমান বিগত ৫ আগস্ট হাকিমপুরে দুটি হত্যা মামলার আসামি, জেল খেটেছেনও। আমরা যে স্বাধীনতার জন্য রক্ত দিয়েছি, সেখানে একজন নির্যাতনকারী চেয়ারম্যানকে চেয়ারে বসতে দেব না।

প্রতিবাদ সমাবেশে স্থানীয় গণ্যমান্যরা ঘোষণা দেন— পরিস্থিতি শান্তিপূর্ণ রেখেই সরকারের কাছে অভিযোগ পাঠানো হবে, প্রয়োজনে আইনি ব্যবস্থাও নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।