Nabadhara
ঢাকারবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে মাদ্রাসা শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি

পঞ্চগড় জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি মাদ্রাসার শিক্ষক আতিকুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং দ্রুত বিচার দাবি করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে বোদা উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হযরত আবু বক্করসিদ্দিক (রা) নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা জানান, গত ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে মাদ্রাসার টিবওয়েল ও দানবক্স চুরির অভিযোগে স্থানীয় কিশোর গ্যাংয়ের দুই নেতা মাহবুব রহমান ও রমজানকে সন্দেহ করা হয়। বিষয়টি অভিযুক্তদের কানে পৌঁছালে তারা দলবল নিয়ে মাদ্রাসায় প্রবেশ করে শিক্ষক আতিকুর রহমানের উপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করে। বর্তমানে আহত শিক্ষক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বক্তারা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, এ ঘটনার তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, মাদ্রাসার সাধারণ সম্পাদক আজিমুল হক, জমিদাতা আনোয়ারুল হক, এলাকাবাসী রিপন ইসলাম, ইসলামী আন্দোলনের নেতা জান্নাতুল বাড়ি মানিক, এনসিপি নেতা আলী আহসান সহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।

মানববন্ধন শেষে বোদা উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্থানীয় শতাধিক মানুষের স্বাক্ষরিত একটি স্মারকলিপি প্রদান করা হয় ন্যায় বিচারের আশায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।