Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সরাইলে সাংবাদিক শফিকুর রহমানের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল

মো. আলমগীর মিয়া, ব্রাহ্মণবাড়িয়া
অক্টোবর ২, ২০২৫ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মো. আলমগীর মিয়া, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দৈনিক যায়যায়দিন ও মোহনা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি প্রয়াত সাংবাদিক মো. শফিকুর রহমানের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাত সাড়ে ৮টায় উপজেলার পশ্চিম কুট্টাপাড়া জামে মসজিদে স্থানীয় মুসল্লিদের অংশগ্রহণে এ শোকসভার আয়োজন করে মসজিদ কমিটি।
সভায় সভাপতিত্ব করেন অহিদ উল্লাহ খন্দকার। বয়ান পেশ করেন মাওলানা খলিল উল্লাহ খন্দকার ও মাওলানা আবদুল কাইয়ুম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খন্দকার তারিক আহমদ।

শোকসভায় আরও বক্তব্য রাখেন—এডভোকেট আব্দুর রাশেদ, মাওলানা আলমগীর, সহিদুল ইসলাম সোহেল, আতিক উল্লাহ খন্দকার, নুরুল করিম ও স্বপন মিয়া।
সাংবাদিক শফিকুর রহমানের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সরাজ মিয়া ও ফাহাদ বিন আসাদ।

সভায় বক্তারা বলেন,“সাংবাদিক শফিকুর রহমান ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও সমাজসচেতন মানুষ। তার লেখনীর মাধ্যমে তিনি সমাজের অনেক অনিয়ম-দুর্নীতি তুলে ধরেছেন। তার মৃত্যুতে সরাইলবাসী একজন অভিজ্ঞ ও নির্ভীক সংবাদকর্মীকে হারাল।”

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুর ২টা ৪৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৮ বছর। তিনি সরাইল সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামের হাজী আজদু মিয়ার দ্বিতীয় সন্তান ছিলেন।

শোকসভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।