Nabadhara
ঢাকাশনিবার , ৪ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরের তরুণদের স্বেচ্ছাশ্রমে ১০ কিলোমিটার সড়ক ঝোপঝাড়মুক্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ৪, ২০২৫ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের কায়িম মোড় থেকে নাটুয়ারপাড়া নৌকা ঘাট পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার মূল সড়ক নতুন রূপ পেয়েছে। যমুনা জনকল্যাণ পরিষদের উদ্যোগে শুক্রবার ও শনিবার দুইদিন ধরে একদল তরুণ স্বেচ্ছাশ্রমে সড়কের দুই পাশে জমে থাকা অকেজো গাছ, ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করেছেন।

 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ঝোপঝাড়ের কারণে পথচারী ও যান চলাচলে চরম সমস্যা ছিল। তবে এবার সড়ক পরিষ্কার হওয়ায় চলাচল অনেকটাই সহজ হয়েছে।

 

যমুনা জনকল্যাণ পরিষদের ইঞ্জিনিয়ার সুমন মিয়া বলেন, “চরাঞ্চলের উন্নয়ন ও জনকল্যাণে আমরা সবসময় কাজ করতে চাই। এই সড়ক পরিষ্কার অভিযানের মাধ্যমে শুধু পথচারীদের কষ্ট লাঘব নয়, তরুণ সমাজকে সমাজসেবায় সম্পৃক্ত করার লক্ষ্যও আমাদের রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যেতে চাই।”

 

স্থানীয় অটোগাড়ি চালক টুকু মন্ডল বলেন, “ঝোপঝাড় ও আগাছার কারণে আগে সড়ক দিয়ে চলাচল করতে অনেক সমস্যা হতো। কোথায় গর্ত আছে বোঝা যেত না, গাড়ি ঘষা লাগত এবং দুর্ঘটনা ঘটত। এখন রাস্তার দুই পাশ পরিষ্কার হওয়ায় স্বাচ্ছন্দ্যে গাড়ি চালানো যাচ্ছে। আমরা এ উদ্যোগে খুবই খুশি।”

 

সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, “ছেলেদের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এতে চালকদের সুবিধা অনেকটাই বেড়েছে।”

 

দুইদিনের স্বেচ্ছাশ্রমে সড়কটি ঝোপঝাড়মুক্ত করার ফলে শুধু যান চলাচলই সহজ হয়নি, বরং চরাঞ্চলের সমাজসেবায় তরুণদের উৎসাহ ও দায়িত্ববোধও প্রতিফলিত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।