মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার প্রচারণা জোরদার হয়েছে। দলের ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি ও দিনাজপুর-৬ (বিরামপুর–হাকিমপুর–নবাবগঞ্জ-ঘোড়াঘাট) আসনের দলীয় এমপি পদপ্রার্থী বুলবুল আহমেদ শনিবার (৪ অক্টোবর) বিকেলে বিরামপুর পৌর এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ নেন।
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এই প্রচারণা কর্মসূচি এক উৎসবমুখর পরিবেশ তৈরি করে। শহরের বিভিন্ন এলাকা ঘুরে বুলবুল আহমেদ সাধারণ নাগরিকদের হাতে দলের লিফলেট তুলে দেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে ট্রাক মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের প্রতিনিধিরা। তাঁদের মধ্যে ছিলেন ছাত্র অধিকার পরিষদের বিরামপুর উপজেলা শাখার সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক আকাশ ইসলাম, নবাবগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইদুর রহমান, হাকিমপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, এবং যুব অধিকার পরিষদের দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি শাহিন ইসলাম প্রমুখ।
এর আগে শুক্রবার (৩ অক্টোবর) তিনি নিজ উপজেলা নবাবগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেন।
গণঅধিকার পরিষদের এই উদীয়মান নেতা বুলবুল আহমেদ দিনাজপুর জেলার দাউদপুর ইউনিয়নের দেওগা গ্রামের সন্তান। তিনি বর্তমানে দলের ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী দিনাজপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী।
জনসংযোগকালে তিনি বলেন, গণঅধিকার পরিষদ জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের প্রতীক। আমরা জনতার কল্যাণে রাজনীতি করতে চাই, ক্ষমতার জন্য নয়। জনগণের আস্থা ও ভালোবাসাই আমাদের শক্তি।
স্থানীয় নেতাকর্মীরা জানান, এই গণসংযোগ কর্মসূচি এলাকার জনগণের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তাঁরা আশাবাদী দলটি আগামীর নির্বাচনে দিনাজপুরের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে।