Nabadhara
ঢাকারবিবার , ৫ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জাতি গঠনের কারিগরদের শ্রদ্ধা জানিয়ে আলফাডাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
অক্টোবর ৫, ২০২৫ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

“শিক্ষকতায় গড়ি মানবতা, শেখাই জীবনের দিশা”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো ফরিদপুরের আলফাডাঙ্গায়ও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫।

রবিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে আয়োজিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিতর্ক প্রতিযোগিতা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। তিনি বলেন,”শিক্ষক হলেন সমাজের আলোকবর্তিকা। তাদের হাতে গড়ে ওঠে একটি জাতির ভবিষ্যৎ। শিক্ষকরা শুধু পাঠদান করেন না, বরং তারা মানুষ গড়ার কারিগর—নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেম শেখান। তাদের সম্মান জানানো মানেই জাতির ভিত্তিকে দৃঢ় করা। শিক্ষক দিবস কেবল আনুষ্ঠানিকতার দিন নয়; এটি আত্মসমালোচনার দিনও—শিক্ষকদের প্রতি আমাদের দায়িত্ববোধ কতটা আন্তরিক, তা পর্যালোচনা করার সময় এসেছে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক। তিনি বলেন,”শিক্ষকরা সমাজ পরিবর্তনের অন্যতম অগ্রদূত। তাদের সঠিক সম্মান ও প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারলে শিক্ষার মানও বহুগুণে বৃদ্ধি পাবে। শিক্ষকের মর্যাদা রক্ষা করা মানে দেশের ভবিষ্যৎকে রক্ষা করা।”

অনুষ্ঠানে ইউনিয়নভিত্তিক আন্তঃশিক্ষাপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার-আপ দলকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে পুরো উপজেলা প্রশাসন চত্বরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়, যা শিক্ষকদের মুখে হাসি ও অনুপ্রেরণার বার্তা এনে দেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।