মনিরামপুর (যশোর) প্রতিনিধি
র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মনিরামপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। দিবসটি উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না। উপজেলা শিক্ষক উদযাপন কমিটির আয়োজনে ও মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবু মুত্তালিব আলম, মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা মাহমুদ, প্রেসক্লাব সভাপতি এসএম মজনুর রহমান, সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তছির উদ্দিন, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মমিমুনর রহমান, প্রভাষক মোঃ মহিবুল্লাহ, প্রধান শিক্ষক হামিদুল ইসলাম, মাকসুদুর রহমান ও সহকারী শিক্ষক বিপ্লব কুমার দে প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ মাসুদ হোসেন।
আলোচনা সভার পূর্বে এক বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি ও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।