Nabadhara
ঢাকাসোমবার , ৬ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগকৃত কর্মকর্তাদের ছাটাইয়ের দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার নড়াইল
অক্টোবর ৬, ২০২৫ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার নড়াইল

এস আলম কর্তৃক ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অবিলম্বে ছাটাইয়ের দাবীতে নড়াইলের লোহাগড়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(৬অক্টোবর) সকালে লোহাগড়া বাজারের রামনারায়ন পাবলিক লাইব্রেরী মার্কেটে ইসলামী ব্যাংক লোহাগড়া বাজার শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম এবং বৈসম্যমুক্ত চাকুরী প্রত্যাশী পরিষদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন,ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্য মোস্তাফিজুর রহমান,আমজাদ মল্লিক, চাচই ধানাইড় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আলমগীর হুসাইন, ডাঃ সাইয়্যেদ মাহমুদুল হাসান, বৈসম্যমুক্ত চাকুরী প্রত্যাশী পরিষদের পক্ষে আব্দুল্লাহ আল বুরুজ,জাফর আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন ২০১৭-২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এ আলম কতৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে ছাটাই করতে হবে। পরীক্ষার মাধ্যমে মেধার ভিক্তিতে যোগ্যদের যাচাই করে নিয়োগ দিতে হবে। ব্যাংকের লুটকৃত ও পাচারকৃত অর্থ ফেরত এনে ব্যাংকের স্বাভাবিক পরিবেশ সৃষ্টি করতে হবে। এ ছাড়া ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধার ভিক্তিতে নিয়োগ দেওয়ার দাবী জানান বক্তারা ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।