Nabadhara
ঢাকাবুধবার , ৮ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

উজিরপুরে গরু চোর চক্রের পিকআপের চাপায় শ্রমিক দল নেতা নিহত, আহত ২

শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর (বরিশাল)
অক্টোবর ৮, ২০২৫ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর (বরিশাল)

বরিশালের উজিরপুর উপজেলার পশ্চিম মুন্ডপাশা গ্রামে গরু চোরদের ধাওয়া করতে গিয়ে চোরচক্রের পিকআপভ্যানের চাপায় সাগর মোল্লা (২৫) নামে এক শ্রমিক দল নেতা নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

নিহত সাগর মোল্লা উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি ও সাকরাল গ্রামের জাহাঙ্গীর মোল্লার পুত্র।

ঘটনাটি ঘটে বুধবার (৮ অক্টোবর) রাত আনুমানিক ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর এলাকার সোনার বাংলা নামক স্থানে। আহতরা হলেন—কাওসার হাওলাদার ও নাইম হাওলাদার।

প্রত্যক্ষদর্শীরা জানান, পশ্চিম মুন্ডপাশা গ্রামের আনিছ হাওলাদারের গোয়ালঘর থেকে সংঘবদ্ধ গরু চোরচক্র একটি গাভী চুরি করে পিকআপভ্যানে করে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী তাদের ধাওয়া করে।

সাগর মোল্লা, কাওসার ও নাইম হাওলাদার একটি মোটরসাইকেলে করে চোরদের পিকআপকে ধাওয়া করলে, পালিয়ে যাওয়ার সময় চোরচক্রের পিকআপভ্যানটি তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এতে ঘটনাস্থলেই সাগর মোল্লা নিহত হন এবং আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চোর চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।