Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শহিদুল আলমের গ্রেফতারের প্রতিবাদে মহম্মদপুরে মানববন্ধন

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা)
অক্টোবর ৯, ২০২৫ ১০:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা)

খ্যাতিমান আলোকচিত্রী, লেখক ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলমের গ্রেফতারের প্রতিবাদে মাগুরার মহম্মদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে ঐতিহ্যবাহী সংগঠন ‘কলমের সৈনিক সংসদ’ এই মানববন্ধনের আয়োজন করে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট নাট্যকার ও গবেষক কবি সালাহুদ্দীন আহমেদ মিল্টন। সঞ্চালনা করেন কবি মতিউর রহমান।

 

এ সময় বক্তৃতা করেন বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যাপক মো. নিজাম উদ্দিন, প্রেস ক্লাব মহম্মদপুরের সভাপতি মো. আজিজুর রহমান টুটুল, ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, বসুর ধূলজুড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুর রহমান, পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও কবি মো. শহীদুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাউল শিকদার, ছাত্রদল নেতা রফিকুল ইসলাম ও ইব্রাহিম সরদার শাকিল প্রমুখ।

 

বক্তারা অবিলম্বে ড. শহিদুল আলমের নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং মানবাধিকারের প্রতি ইসরায়েলের দমননীতির তীব্র নিন্দা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।