Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু ১২ অক্টোবর,লক্ষ্য ৩ লাখ ৬২ হাজার শিশুকে টিকা প্রদান

মো.এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি
অক্টোবর ৯, ২০২৫ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মো.এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড় জেলায় নয় মাস থেকে ১৫ বছর বয়সী তিন লাখ ৬২ হাজার ১৭৭ জন শিশুকে টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ১২ অক্টোবর থেকে মাসব্যাপী এ কর্মসূচি শুরু হবে, যা চলবে মোট ২০ কার্যদিবস।

 

এর মধ্যে প্রথম ১২ কার্যদিবস শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিকভাবে এবং পরবর্তী ৮ কার্যদিবস শিক্ষা প্রতিষ্ঠানবহির্ভূত শিশুদের জন্য কমিউনিটিতে টিকাদান কার্যক্রম চলবে।

 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা পর্যায়ের প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. মোহাম্মদ সিরাজুল ইসলাম। তিনি বলেন, “দূষিত খাবার ও পানির মাধ্যমে টাইফয়েডের জীবাণু ছড়ায়। সময়মতো চিকিৎসা না পেলে এটি মারাত্মক রূপ নিতে পারে। তাই টাইফয়েড প্রতিরোধে টিকা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

 

তিনি আরও বলেন, টিকা নিয়ে বিভ্রান্তি ও গুজব রোধে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা প্রয়োজন। “গণমাধ্যমকর্মীরা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সঠিক তথ্য পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন,” যোগ করেন সিভিল সার্জন।

 

জানানো হয়, জেলার এক হাজার ৮৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানে দুই লাখ ৪৭ হাজার ২৫০ জন শিক্ষার্থীকে এবং শিক্ষা প্রতিষ্ঠানবহির্ভূত এক লাখ ১৪ হাজার ৯২৭ জন শিশুকে জেলার এক হাজার ৬২টি কেন্দ্রে টিকা প্রদান করা হবে।

 

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমুনাইজেশন মেডিকেল অফিসার ডা. সিফাত জাহান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাফাত বিন শাহ, জেলা ইপিআই সুপারভাইজার হাসিবুর রহমান লাবুসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের অর্ধশত প্রতিনিধি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।