Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে মামলার তদন্ত প্রতিবেদনে অস্পষ্টতা থাকায় ইউএনওকে আদালতে ব্যাখ্যার নির্দেশ

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
অক্টোবর ৯, ২০২৫ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে একটি মামলার তদন্ত প্রতিবেদন নিয়ে আদালত অসন্তোষ প্রকাশ করেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন-কে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দিয়েছেন বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, (বিরামপুর) দিনাজপুর।

আদালতের আদেশে বলা হয়, ইউএনও কর্তৃক আদালতে প্রেরিত তদন্ত প্রতিবেদনটি “অস্পষ্ট” এবং আদালতের পূর্ববর্তী নির্দেশ যথাযথভাবে অনুসরণ করা হয়নি। প্রতিবেদনে সাক্ষ্যগ্রহণ, ঘটনাস্থলের বিবরণ ও ঘটনার সঙ্গে অভিযুক্তদের সম্পৃক্ততা বিষয়ে পর্যাপ্ত তথ্য অনুপস্থিত বলে আদালতের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়।

এ প্রেক্ষিতে আদালত আগামী ৮ অক্টোবর ২০২৫ তারিখে মামলার পরবর্তী শুনানিতে ইউএনওকে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, নির্ধারিত তারিখে ইউএনও নুজহাত তাসনীম আওন আদালতে লিখিত ব্যাখ্যা দাখিল করেছেন।

মামলাটি সি.আর. ১৬২/২০২৫ নম্বরে চলমান রয়েছে, যেখানে অভিযোগকারী মো. সিরাজুল ইসলাম এবং বিবাদী হিসেবে রয়েছেন মো. আরিফুল ইসলামসহ দুইজন। মামলাটি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩–এর বিভিন্ন ধারায় দায়ের করা হয়েছে।

আদালতের এই আদেশের অনুলিপি ইতোমধ্যে বিভাগীয় কমিশনার (রংপুর), জেলা প্রশাসক (দিনাজপুর) এবং উপজেলা নির্বাহী অফিসার (বিরামপুর)–এর কার্যালয়ে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী অফিসারের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে মন্তব্য পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।