Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

রাবি রাকসু নির্বাচনে ইসলামি ছাত্র শিবিরের জয়জয়কার

রাজশাহী প্রতিনিধি
অক্টোবর ১৭, ২০২৫ ১১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট সদস্য নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির–সমর্থিত প্যানেল। শুক্রবার সকালে ফলাফল ঘোষণা করা হলে দেখা যায়, সহসভাপতি (ভিপি) ও সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয়ী হয়েছেন শিবির–সমর্থিত প্রার্থীরা।

 

ঘোষিত ফলাফল অনুযায়ী, ভিপি পদে ইসলামী ছাত্র শিবির–সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ১২ হাজার ৫৮৭ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল–সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট।

 

সাধারণ সম্পাদক (জিএস) পদে সালাউদ্দিন আম্মার বিজয়ী হয়েছেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং এবার আধিপত্যবিরোধী ঐক্য প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ১১ হাজার ৪৩৭ ভোট পেয়েছেন।

 

সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয় পেয়েছেন শিবির–সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির। তিনি পেয়েছেন ৬ হাজার ৯৭১ ভোট, আর প্রতিদ্বন্দ্বী ছাত্রদল–সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৫ হাজার ৯৪১ ভোট।

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সব কেন্দ্রের ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

 

বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হলে মোট ভোট পড়েছে ২০ হাজার ১৮৭টি। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হলেও ফলাফল ঘোষণার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উল্লাসে মেতে ওঠে শিবির–সমর্থিত শিক্ষার্থীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।