Nabadhara
ঢাকাসোমবার , ২০ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে হিরো উমেন স্কলারশিপ প্রদান: ‘শিক্ষা বৃত্তি বাল্যবিবাহ বন্ধে সহায়ক’

এস আই মল্লিক, ঝিনাইদহ
অক্টোবর ২০, ২০২৫ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

এস আই মল্লিক, ঝিনাইদহ

“শিক্ষা বৃত্তি বাল্যবিবাহ বন্ধে সহায়ক” — এই শ্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে হিরো উমেন স্কলারশিপ বিতরণ অনুষ্ঠান।

 

সোমবার (২০ অক্টোবর) কালীগঞ্জ উপজেলা পরিষদের কনফারেন্স রুমে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে এই বৃত্তি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা নাহিদ।

 

এ সময় উপস্থিত ছিলেন আলহাজ আমজাদ আলী ও ফাইজুর রহমান মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. মশিউর রহমান, সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ মোছা রোকেয়া খাতুন, বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার সভানেত্রী মনোয়ারা খাতুন, সুফিয়া খাতুন এবং হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশ।

 

উল্লেখ্য, জাপানি নারী হিরেকো কোবাইসির সহযোগিতায় ২০০৩ সাল থেকে কালীগঞ্জের ৫০ জন দরিদ্র ও মেধাবী নারী শিক্ষার্থীকে এই স্কলারশিপ প্রদান করা হচ্ছে। অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা মাসে ৪০০ টাকা এবং একাদশ থেকে মাস্টার্স পর্যন্ত শিক্ষার্থীরা মাসে ৫০০ টাকা করে এই বৃত্তি পাচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।