Nabadhara
ঢাকারবিবার , ২৬ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

অবৈধ মাটি কাটায় ভেকু ও পল্টুনসহ বাকেরগঞ্জে চারজন আটক

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
অক্টোবর ২৬, ২০২৫ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি ভেকু মেশিন, একটি পল্টুন (নৌযান) ও চারজনকে আটক করেছে প্রশাসন। শনিবার (২৫ অক্টোবর) গভীর রাতে উপজেলার ৯নং কলসকাঠি ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের নির্দেশে ও সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

প্রশাসন সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জব্দকৃত ভেকু, পল্টুন ও অন্যান্য মালামাল থানার জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকাবাসীর ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে একটি প্রভাবশালী চক্র।এ চক্রটির নেতৃত্বে রয়েছেন তেল নাসির ওরফে আর্মি নাসির, যিনি স্থানীয়ভাবে কৃষকলীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত। তার নেতৃত্বে দীর্ঘদিন ধরে নদী ও খাল থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে বলে জানা গেছে। তিনি পূর্বেও একাধিকবার গ্রেফতার হলেও কার্যক্রম বন্ধ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, “আটক ব্যক্তিদের এর আগেও মোবাইল কোর্টের মাধ্যমে জেল ও জরিমানা করা হয়েছিল। তারপরও তারা পুনরায় একই অপরাধে জড়িয়েছে। উপজেলা প্রশাসন এ বিষয়ে জিরো টলারেন্স এই ধরনের অভিযান আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত চলবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।