Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
অক্টোবর ৩০, ২০২৫ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অনিয়ম, জালিয়াতি, নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘ছাত্র জনতা’ ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এম গোলাম কবির, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী কে এম আর শাহীন, নাগরিক ঐক্য কুষ্টিয়া জেলা শাখার প্রধান সমন্বয়ক মাহমুদ হাসান বাপ্পি ও জুলাই যোদ্ধা শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় গুরুতর অনিয়ম, প্রশ্নফাঁস ও টাকার বিনিময়ে নিয়োগ দেওয়ার মতো দুর্নীতির ঘটনা ঘটেছে। তারা বলেন, “এমন অপকর্ম প্রশাসনিক অগ্রগতিকে প্রশ্নবিদ্ধ করছে। আমরা চাই, এই বিতর্কিত পরীক্ষা স্থায়ীভাবে বাতিল ঘোষণা করে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে পুনরায় পরীক্ষা আয়োজন করা হোক।”

বক্তারা আরও দাবি করেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত কর্মকর্তাদের চিহ্নিত করে স্থায়ী বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি যারা মিথ্যা তথ্য ও মব সৃষ্টি করে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। মানববন্ধনে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরাও সংহতি প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।