Nabadhara
ঢাকাশুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে বিএনপি থেকে এমএ কাদিরের প্রার্থীতা ঘোষণা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
অক্টোবর ৩১, ২০২৫ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিএনপি থেকে এমপি পদে মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রার্থীতা ঘোষণা করেছেন নান্দাইল পৌরসভার চারআনিপাড়া গ্রামের প্রবীণ বিএনপি নেতা এমএ কাদির (খোকন ভূঁইয়া)।

শুক্রবার (৩১ অক্টোবর) তিনি আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থীতা ঘোষণা করেন। দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এমএ কাদির জানান, ১৯৭৮ সাল থেকে তিনি ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন স্তরে সক্রিয়ভাবে কাজ করে আসছেন।

তিনি বলেন, “দল ও এলাকার উন্নয়নে আমি সবসময় নিবেদিত ছিলাম, ভবিষ্যতেও থাকব। দলের মনোনয়ন পেলে জনগণের সেবা করার সুযোগ পেলে নিজেকে ধন্য মনে করব।”

এমএ কাদির বিএনপি নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনে নান্দাইল আসনে একাধিক প্রার্থী মনোনয়নের প্রস্তুতি নিচ্ছেন। তবে এমএ কাদির দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে গভীর সম্পৃক্ততা ও দলীয় নিবেদন দিয়ে ইতিমধ্যে স্থানীয়ভাবে আলোচনায় রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।