Nabadhara
ঢাকাশনিবার , ১ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে ভাসানী জনশক্তি পার্টির এমপি প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
নভেম্বর ১, ২০২৫ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

বাংলাদেশের টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা ও ৩১ দফা সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে নান্দাইলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ভাসানী জনশক্তি পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও গণতন্ত্র ঘোষণা মঞ্চ ঘোষিত এমপি প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী।

শনিবার (১ নভেম্বর) দুপুরে নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

তিনি ১৫৩, ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান।

ভাসানী জনশক্তি পার্টির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেন,

“দেশে টেকসই গণতন্ত্র ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ৩১ দফা সংস্কার এবং জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন সময়ের দাবি। জনগণের ভোটাধিকার নিশ্চিত না হলে কোনো উন্নয়নই টেকসই হবে না।”

সভায় আরও বক্তব্য রাখেন ভাসানী জনশক্তি পার্টির যুগ্ম মহাসচিব প্রফেসর হারুন অর রশীদ, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি রুহুল আমিন খান, সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত থেকে এমপি প্রার্থীর পরিকল্পনা, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও গণতন্ত্র পুনরুদ্ধার নিয়ে মতবিনিময় করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।