Nabadhara
ঢাকামঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জ-৫(বেলকুচি-চৌহালী)আসনে আমিরুল ইসলাম খান আলীম মনোনয়ন পাওয়ায় মোটরসাইকেল শোভাযাত্রা

দাউদ রানা,চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
নভেম্বর ৪, ২০২৫ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

দাউদ রানা,চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জে- ৫ ( বেলকুচি ও চৌহালী) আসনে রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলীমের পক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকের মনোনয়ন পাওয়া আমিরুল ইসলাম খান আলীমের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে অভিনন্দন জানিয়ে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর ) সকালে চৌহালী উপজেলার বেবীষ্ঠানের উপজেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে চৌহালী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয়।

শোভাযাত্রায় ৫ শতাধিক মোটরসাইকেল অংশ নেয়, যা এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। সমর্থকরা বিএনপি, তারেক রহমান ও আমিরুল ইসলাম খান আলীমের পক্ষে স্লোগান দেন এবং দলীয় পতাকা ও ব্যানার নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

এদিকে বিএনপির অস্থায়ী কার্যালয়ে চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: জাহিদ মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলামের সঞ্চালনায় এসময় বিএনপির সাবেক সহ সভাপতি আরিফ সরকার, শহীদ তালুকদার,যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন টাইগার, সাংগঠনিক সম্পাদক মো: রবিউল বিএসসি, ওলামাদলের সভাপতি হজরত আলী, দপ্তর সম্পাদক মো: রেজাউল করিম মুন্সী , চৌহালী উপজেলা যুবদলের সভাপতি মো: আরমান হোসেন হাবিব, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: কাদের মোল্লা, যুবদলের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম শাপলা, ছাত্রদলের আহবায়ক সাব্বির আহমেদ, যুবদল নেতা হাসান মোল্লা ও যুব দলের দপ্তর সম্পাদক রুবেল মোল্লাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সিরাজগঞ্জ -৫ (বেলকুচি -চৌহালী ) আসনে আমিরুল ইসলাম খান মনোনয়ন পাওয়ায় আমরা তার পক্ষে মাঠে নেমেছি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।

বক্তারা আরও বলেন, দলমত নির্বিশেষে এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় আমরা কাজ করতে চাই। বিএনপি বিশ্বাস করে জনগণই ক্ষমতার একমাত্র উৎস। স্থানীয় নেতা-কর্মীরা জানান, এই শোভাযাত্রা ছিল আগামী নির্বাচনের প্রস্তুতি এবং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের অংশ হিসেবে আয়োজন করা। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।