Nabadhara
ঢাকাবুধবার , ৫ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে নকল ধান বীজ ধ্বংস, বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, নড়াইল 
নভেম্বর ৫, ২০২৫ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল 

নড়াইলের সদর উপজেলার কলোড়া ইউনিয়নের গোবরা বাজারে ১১২০ কেজি নকল হাইব্রিড ধান বীজ জব্দ করেছে প্রশাসন। পরে এসব বীজ ধ্বংস করা হয়। বুধবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলা কৃষি অফিস চত্বরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রতিটি বীজের প্যাকেট কেটে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।

 

এর আগে গত মঙ্গলবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে বীজগুলো জব্দ করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারা অনুযায়ী এক অভিযুক্ত ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেন মোবাইল কোর্ট।

 

নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, জব্দকৃত সুবর্ণ-৩ জাতের ওই হাইব্রিড বীজে ছত্রাকনাশক ও কীটনাশক মেশানো ছিল। এগুলো চাষাবাদ অযোগ্য এবং খাদ্যপণ্য হিসেবেও অনুপযুক্ত হওয়ায় ধ্বংসের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

তিনি আরও বলেন, নকল ও নিম্নমানের বীজে চাষাবাদ করলে কৃষকের ব্যাপক ক্ষতি হতে পারে। তাই কৃষকদের বীজ কেনার আগে অবশ্যই সরকারি অনুমোদন ও প্যাকেট যাচাই করে নেওয়ার পরামর্শ দেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।