Nabadhara
ঢাকাশনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হারাগাছ পৌরসভা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
নভেম্বর ৮, ২০২৫ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো উপজেলা প্রশাসন আয়োজিত ভলিবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। শনিবার (৮ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বালাপাড়া ইউনিয়নকে ৩-১ সেটের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্বাগতিক হারাগাছ পৌরসভা দল।

 

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’— এ শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং কৃতি খেলোয়াড় সফিকুল আলম সফির পরিচালনায় কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অঙ্কন পাল, উপজেলা প্রোগ্রামার মৃত্যুঞ্জয় সেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আজাদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শাহ মোবাশ্বারুল ইসলাম রাজু প্রমুখ।

 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন। এবারের টুর্নামেন্টে উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে মোট ৭টি দল অংশ নেয়।

 

টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের জন্য হারাগাছ পৌরসভা দলের মো. রিগান নির্বাচিত হন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। অনুষ্ঠানে খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় দর্শকদের উপস্থিতিতে পুরো মাঠ ছিল উৎসবমুখর পরিবেশে মুখরিত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।