Nabadhara
ঢাকারবিবার , ৯ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজে নামাজ ঘরের উদ্বোধন

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নভেম্বর ৯, ২০২৫ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে ঐতিহ্যবাহী মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজে নামাজ ঘরের উদ্বোধন করা হয়েছে। রোববার (৯ নভেম্বর) যোহরের নামাজ আদায়ের মধ্যদিয়ে এ নামাজ ঘরের উদ্বোধন করা হয়।

কলেজের ভারপ্রপ্ত অধ্যক্ষ মাহবুবুল হক দুলু বলেন, কলেজের পরিধি এখন অনেক বৃদ্ধি পাওয়ায় শিক্ষক/শিক্ষার্থী সংখ্যাও অনেক বেড়েছে। কলেজ চলাকালীন তাদের নামাজ আদায় করতে ক্যাম্পাস ত্যাগ করে পার্শ্ববর্তী কোন মসজিদে যেতে হয়।

এতে অনেক সময় আমাদের বিভিন্ন সমস্যায় পরতে হয়। এ জন্য কলেজ কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে শিক্ষক মন্ডলীর প্রচেষ্টায় এখানে একটি নামাজঘর চালু করা হলো।

গতকাল যোহরের উদ্বোধনী নামাজে ইমামতি করেন আত্রাই মদীনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম ও ওই কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রইফ খানের ছেলে মাওলানা মুজাহিদ খান।

এ সময় কলেজের ভারপ্রপ্ত অধ্যক্ষ মো. মাহবুবুল হক দুলু, সহকারী অধ্যাপক সালাহ উদ্দিন, প্রভাষক আখতারুজ্জামান, এসএম সোহরাব হোসেন, অফিস সহকারী ফজলে রাব্বি জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।