Nabadhara
ঢাকাসোমবার , ১০ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কমলগঞ্জে সাংবাদিকদের সাথে বিআরডিবি চেয়ারম্যান প্রার্থী ময়নুল ইসলাম চৌধুরীর মতবিনিময় সভা

মৌলভীবাজার জেলা প্রতিনিধি 
নভেম্বর ১০, ২০২৫ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজার জেলা প্রতিনিধি 

আসন্ন ২৫ নভেম্বর অনুষ্ঠিতব্য উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (বিআরডিবি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. ময়নুল ইসলাম চৌধুরী কমলগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। সোমবার (১১ নভেম্বর) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রার্থী ময়নুল ইসলাম চৌধুরী বলেন, নির্বাচিত হলে তিনি বিআরডিবিকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গতিশীল প্রতিষ্ঠানে রূপান্তরিত করবেন। তিনি বলেন, “পল্লী অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যোন্নয়নে এবং সরকারের দারিদ্র্য বিমোচন কর্মসূচি বাস্তবায়নে আমি আন্তরিকভাবে কাজ করব।”

তিনি আরও প্রতিশ্রুতি দেন, বিআরডিবি সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে তাঁদের সুবিধা-অসুবিধা সমাধানে কার্যকর ভূমিকা পালন করবেন।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা প্রার্থীর কাছে বিআরডিবির বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহার নিয়ে নানা প্রশ্ন রাখেন। প্রার্থী ধৈর্য সহকারে সকল প্রশ্নের উত্তর দেন এবং প্রতিষ্ঠানটিকে জনবান্ধব করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক এম. এ. ওয়াহিদ রুলু, বর্তমান সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলমসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

সভায় সাংবাদিকরা প্রার্থী ময়নুল ইসলাম চৌধুরীর উদ্যোগকে স্বাগত জানিয়ে আসন্ন নির্বাচনে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের আশা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।