Nabadhara
ঢাকামঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবার অর্থোপেডিক অপারেশন সফলভাবে সম্পন্ন

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
নভেম্বর ১১, ২০২৫ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো সফলভাবে অর্থোপেডিক (হাড়ের) অপারেশন সম্পন্ন হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সটির ৫১ বছরের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

এই ঐতিহাসিক অপারেশনের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হলো।

অপারেশনটি সম্পন্ন করেন এনেসথেশিওলজিস্ট ডা. আদনান আরাফাতের নেতৃত্বে একটি দক্ষ মেডিকেল টিম।

স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান মেহেদী বলেন, “আলহামদুলিল্লাহ, এটি আমাদের সকলের জন্য একটি আনন্দের দিন। উপজেলা পর্যায়ে এই সেবা চালুর মাধ্যমে সাধারণ মানুষ এখন হাড়-সংক্রান্ত জটিল চিকিৎসা স্থানীয় পর্যায়েই পাবে।”

তিনি এই সাফল্যের জন্য নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা-কর্মচারী,
এনেসথেশিওলজিস্ট ডা. আদনান আরাফাত, এবং বিশেষভাবে দিনাজপুর জেলার সুযোগ্য সিভিল সার্জন ডা. আসিফ ফেরদৌস ও আরএমও ডা. মুকসিদ এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, এতদিন এমন ধরনের অপারেশনের জন্য রোগীদের জেলা সদর কিংবা রংপুর, রাজশাহীতে যেতে হতো। এখন স্থানীয় পর্যায়ে এই সেবা চালু হওয়ায় সময়, অর্থ ও ভোগান্তি—সবকিছুই কমে আসবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।