কচুয়া(বাগেরহাট) প্রতিনিধি:
কচুয়ায় রাস্তার পাশে পরিত্যাক্ত অবস্থায় কুড়িয়ে পাওয়া নবজাতক শিশুটি এখন ভাল আছে।সমাজ সেবা অধিদপ্তরের তত্তাবধানে ছেলেটি এখন খুলনা মেডিক্যিাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
কচুয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা সেখ মো: হাসিবুর রহমান আজ শনিবার আমাদের প্রতিনিধিকে জানান যে ,সম্প্রতি কচুয়া থানার পাশে কচুয়া- –বাধাল সড়কের পাশে পরিত্যাক্ত অবস্থায় কুড়িয়ে পাওয়া নবজাতক শিশুটি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন আগের চেয়ে অনেক সুস্থ্য ও ভাল আছে।
উল্লেখ্য গত ২৬ আগস্ট গভীর রাতে কচুয়া উপজেলার কচুয়া-বাধাল সড়কের পাশে মৃত: ডাক্তার মোজাহার আলীর বাড়ির সামনে তার ভাড়াটিয়া এনজিও কর্মকর্তা মৌ এর বাসার সামনে সিড়ির উপর এই নবজাতক শিশুকে পরিত্যাক্ত অবস্থায় পাওয়া যায়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।