Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

৪ ঘণ্টা পর ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ফরিদপুর প্রতিনিধি
নভেম্বর ১৩, ২০২৫ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে প্রায় চার ঘণ্টা অবরোধের পর ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ভাঙ্গা-ফরিদপুর আঞ্চলিক সড়কেও চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ জানায়, ভোর ৬টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শুয়াদী পাম্পের পাশে ও পুখুরিয়া এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান বলেন, “ঢাকা-খুলনা মহাসড়কের শুয়াদী ও পুখুরিয়া এলাকায় সকালে অবরোধ সৃষ্টি করা হলেও সোয়া ১০টার দিকে তা তুলে নেওয়া হয়। এখন পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধ চলাকালে আওয়ামী লীগ নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সড়কে মিছিল করে এবং বিভিন্ন স্লোগান দেন। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে তারা সড়ক ছেড়ে যায়।

বর্তমানে ঢাকা-খুলনা ও ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।