সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাগেরহাট বিএনপি পরিবার।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে খানজাহান আলী মাজার মোড়ে ষাটগম্বুজ ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম।
জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষা এবং সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং পিলখানার সেনাবাহিনীর অফিসার হত্যা, শাপলা চত্বরে মাদ্রাসা ছাত্রদের হত্যা, সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্রদের গণহত্যাকারী হিসেবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে ফাঁসির দাবি জানান তিনি।
প্রতিবাদ সমাবেশে বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী দলের সাধারন সম্পাদক শেখ হারুন আর রশিদ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান শিমুল, শেখ মহিদুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মহিলাদল নেত্রী মনিরা বেগম, সদর উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী শিরিনা আক্তার, যুবদলের সাবেক কোষাধ্যক্ষ ফকির মাসুম বিল্লা, জেলা যুবদলের সাবেক সমন্বয় কমিটির সদস্য মোঃ সোহেল তরফদার, সাবেক যুবদল নেতা আলম মোল্লা, শেখ সোহেল, সদর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ আরিফুল ইসলাম, রাখালগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির আলমামুন টিপু, সাবেক যুবদল নেতা আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
সভায় জেলার ৯টি উপজেলা ও ৩টি পৌরসভার বিএনপিও তার অংঙ্গ সহযোগী সংগঠনের
নেতৃবৃন্দ এসময়ে উপস্থিত ছিলেন।

