নবধারা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। আজ রবিবার দুপুরে কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব শাফিয়া খাতুন ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগমের নেতৃত্বে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বঙ্গবন্ধু ও ৭৫ সালের ১৫ আগস্ট তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এসময় কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কোহিনুর খান, যুগ্মসাধারণ সম্পাদক শিরিন রুকসানা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক তাহমিনা বেগম, গোপালগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিমা আক্তার রুবেল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।