জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
দি- পিরোজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর নির্দেশক্রমে জেলা মৎস্য বাজার সমবায় সমিতি মাছ ব্যবসায়ীদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরন করে। আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা মাছ ব্যবসায়ীদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়।
এ সময় জেলা মৎস্য বাজার সমিতির সভাপতি মোঃ আবুল কালাম শেখ, সহ-সভাপতি মোঃ রইছ উদ্দিন দুলাল, সাধারন সম্পাদক মোঃ এনায়েত হোসেন হাওলাদার সহ সংগঠনের অনান্য সদস্যরা উপস্থিত ছিলেন ।
সংগঠনের সভাপতি ও সম্পাদক জানান, মহামারী করোনা ভাইরাসের শুরু থেকে তারা বাজারের মাছ ব্যবসায়ীদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরন করে আসছেন এবং করোনা ভাইরাস প্রতিরোধের জন্য করনীয় বিষয় সবার মাঝে প্রচার করেছেন এবং চলমান আছে।
তাদের এ কার্যক্রম সামনের দিনগুলোতেও চলমান থাকবে বলে তারা জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।