পত্নীতলা(নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে জাকিয়া আফরিন (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। নিহত জাকিয়া বগুড়া জেলার শাহাজানপুর উপজেলার খলিশাকান্দি গ্রামের জয়নাল আবেদিনের স্ত্রী।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার (১৯ নভেম্বর) দুপুরে নজিপুর-সাপাহার সড়কের বালুঘা মোড় এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাশীষ রায় জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই জাকিয়ার মৃত্যু হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

