মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় সাংস্কৃতিক উপাদান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ৭টি ইউনিয়নের ৭টি কিশোর কিশোরী ক্লাবের অনুকূলে প্রধান শিক্ষকদের কাছে এ সামগ্রী প্রদান করা হয়। এ সকল সামগ্রী প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ কামরুন্নেছা প্রমূখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।