Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠান

রমজান আলী,সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
নভেম্বর ২০, ২০২৫ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

রমজান আলী,সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতি ২০২৫–২৮ ইং সময়কালের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির অভিষেক, শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০ নভেম্বর সন্ধ্যায় সাতকানিয়ার কেরানীহাট হকটাওয়ার চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফ ইসলাম,

সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, “যে কোনো উন্নয়ন ও কল্যাণমূলক কাজ সফল করতে ঐক্যই প্রধান শক্তি। সমবায় ব্যবস্থাকে শক্তিশালী করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

আরো উপস্থিত ছিলেন, সহকারী সমবায় অফিসার অসীম কান্তি দে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সমিতির সভাপতি জয়নাল আবেদীন। তিনি বলেন, “ব্যবসায়ীদের অধিকার, সেবা ও কল্যাণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। কেরানীহাটের উন্নয়ন, বাজারের শৃঙ্খলা ও ব্যবসা-বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা এবং কেরানীহাটের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।