Nabadhara
ঢাকাশনিবার , ২২ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভেড়ামারায় দু’জনকে লক্ষ্য করে গুলি, একজন নিহত, একজন গুলিবিদ্ধ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
নভেম্বর ২২, ২০২৫ ৯:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রায়টা ঘাট এলাকায় রেফাজুল ইসলাম (৫০) নামে এক কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ হয়েছেন লালন মন্ডল (৪৫) নামে আরো একজন।

আজ শুক্রবার ( ২১ নভেম্বর ) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা নতুনপাড়া এলাকার কৃষক রেফাজুল ইসলাম ও লালন মন্ডল একটি দোকানে কেনাকাটা করছিলেন। এসময় কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত হঠাৎকরে ঘটনাস্থলে গিয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হোন রেফাজুল ইসলাম। গুলিবিদ্ধ হয়ে আহত হোন লালন মন্ডল। নিহত রেফাজুল ইসলাম রায়টা নতুনপাড়া এলাকার জামাত মন্ডলের ছেলে এবং লালন মন্ডল একই এলাকার কালু মাঝির ছেলে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ তালুকদার জানান, রায়টা ঘাট এলাকায় রেফাজুল ইসলাম নামে একব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে লালন নামে আরো একজন। হতাহতদের উদ্ধার করে কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে নেয়া হচ্ছে। তবে কারা এ হত্যাকান্ডটি ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।