মোঃএনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের আবালুপাড়া সীমান্ত থেকে এক গরু চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
গতকাল গভীর রাতে ভিতরগড় বিওপির আবালুপাড়া সীমান্ত থেকে তাকে আটক করা হয়৷ আটককৃত ব্যক্তির নাম বুলু (৩৫) । সে অমরখানা ইউনিয়নের পকলাভিটা গ্রামের সিরাজুলের ছেলে।
বিজিবি দেয়া প্রেস রিলিজ সূত্রে জানা যায়, আটককৃত বুলুসহ ৮ জন গরু চোরাকারবারি অজ্ঞাত স্থান দিয়ে চোরাকারবারির উদ্দেশ্যে ভারতে প্রবেশ করে৷ প্রতিপক্ষ বিএসএফ এর তাড়া খেয়ে সীমান্ত পিলার ৭৪৪/৮ আর হতে বাংলাদেশের অভ্যন্তরে আবালুপাড়া স্থান দিয়ে বাংলাদেশে প্রবেশকালে ভিতরগড় বিওপির একটি চৌকস দল একজনকে আটক করে।
বাকিরা পালিয়ে যায়। পালাত ব্যক্তিরা হলেন, আবালুপাড়া এলাকার শিশু মিঞার ছেলে জসিম(৪০), জনাব আলির ছেলে মইদল(৩৫), ফজলুর রহমানের ছেলে সংগ্রাম(২৯) ও সাদেক( ৩২), শাহজানের ছেলে আবু খায়ের(২৮), সিদ্দিকের ছেলে আশরাফুল এবং সোখদেব পাড়া গ্রামের আফসারের ছেলে বাপ্পি(১৫)। আটককৃত ব্যক্তি ও পালাতক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের ও ধৃত ব্যক্তিকে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে নিলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কতৃক জানানো হয় সদর দপ্তর বিজিবি এর নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। যে কোন মূল্যে অবৈধ অনুপ্রবেশ রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি অনুপ্রবেশ বন্ধে সদা প্রস্তুত।

