Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে স্বাস্থ্যসেবা ক্যাম্প

ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি
নভেম্বর ২৭, ২০২৫ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ এর দ্বিতীয় দিনে ঈশ্বরগঞ্জে গবাদিপশু ও হাঁস-মুরগীর জন্য বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পৌরসভার চর হোসেনপুর গ্রামে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এই জনকল্যাণমূলক ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে অভিজ্ঞ ভেটেরিনারি দল গবাদিপশু এবং হাঁস-মুরগীকে বিভিন্ন সংক্রামক ও মারাত্মক রোগ থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় টিকা প্রদান করেন। এছাড়া খামারিদের হাতে বিনামূল্যে কৃমিনাশক ঔষধ বিতরণ করা হয়, যা পশুর অপুষ্টি ও রোগ প্রতিরোধে সহায়ক।

চর হোসেনপুরসহ পার্শ্ববর্তী এলাকার অসংখ্য খামারি তাদের পশুপালিত প্রাণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ক্যাম্পে অংশ নেন। তারা এই সেবা পাওয়ায় সরকারের পদক্ষেপের প্রশংসা করেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহবুবুল আলম বলেন, “গ্রামীণ পর্যায়ে এই ধরনের ক্যাম্পের মাধ্যমে আমরা পশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর। সুস্থ পশুপালনই দেশের প্রাণিসম্পদ খাতের উন্নতির মূল চাবিকাঠি।”

এ সময় উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ জান্নাতুল মাওয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেনসহ অন্যান্য ভেটেরিনারি ও লাইভস্টক ফিল্ড কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।