Nabadhara
ঢাকাশুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে শিক্ষার মানোন্নয়নে সচিবের মতবিনিময় সভা

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
নভেম্বর ২৮, ২০২৫ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের সাথে উপজেলা পর্যায়ের প্রতিষ্ঠান প্রধানদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় দুমকি উপজেলা অডিটোরিয়ামে এই সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মোঃ ইজাজুল হকের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক।

দুমকি টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ জামাল হোসেনের সঞ্চালনায় সভায় গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরে বক্তব্য রাখেন পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ দীন ইসলাম খান, দক্ষিণ বঙ্গ কারিগরি ইন্সটিটিউটের অধ্যক্ষ জসিম উদ্দিন সুমন, দুমকি প্রেসক্লাবের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন।

এছাড়া উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ মুক্ত আলোচনায় অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, দেশের দক্ষ মানবসম্পদ তৈরি করতে হলে মাদ্রাসা শিক্ষায় আধুনিক প্রযুক্তি, উন্নত শিক্ষক প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষার সমন্বয় করা অত্যন্ত জরুরি।

তিনি মাঠপর্যায়ের বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে তা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সভায় অন্যান্যদের মধ্যে স্থানীয় মাদ্রাসার শিক্ষকবৃন্দ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।