Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কবি নজরুল কলেজ অধ্যক্ষকে ছাত্রশিবিরের নববর্ষের প্রকাশনা উপহার

কাবা কাকলি, কবি নজরুল কলেজ প্রতিনিধি
ডিসেম্বর ১১, ২০২৫ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

কাবা কাকলি, কবি নজরুল কলেজ প্রতিনিধি

কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান ও উপাধ্যক্ষ মোহাম্মদ হায়দার মিঞার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও নববর্ষের প্রকাশনা সামগ্রী উপহার দিয়েছে কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা বারোটার দিকে কলেজ ক্যাম্পাসে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের সেক্রেটারি দেলোয়ার হোসেন, কবি নজরুল কলেজ শাখার সভাপতি হাসিব বিন হাসান, সেক্রেটারি আরিফুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাত্রশিবিরের সভাপতি হাসিব বিন হাসান বলেন, “আমরা আজ কলেজ প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। নতুন বছরের প্রকাশনা সামগ্রী উপহার দেওয়ার মাধ্যমে শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে আমাদের দায়বদ্ধতা তুলে ধরতে চাই। কলেজের শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখতে চাই আমরা। প্রশাসনের সহযোগিতা সবসময় আমাদের অনুপ্রাণিত করে।”

তিনি আরও জানান, সামনে কলেজের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে আরও গঠনমূলক কার্যক্রম হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে সংগঠনের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।