কাবা কাকলি, কবি নজরুল কলেজ প্রতিনিধি
কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান ও উপাধ্যক্ষ মোহাম্মদ হায়দার মিঞার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও নববর্ষের প্রকাশনা সামগ্রী উপহার দিয়েছে কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা বারোটার দিকে কলেজ ক্যাম্পাসে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের সেক্রেটারি দেলোয়ার হোসেন, কবি নজরুল কলেজ শাখার সভাপতি হাসিব বিন হাসান, সেক্রেটারি আরিফুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছাত্রশিবিরের সভাপতি হাসিব বিন হাসান বলেন, “আমরা আজ কলেজ প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। নতুন বছরের প্রকাশনা সামগ্রী উপহার দেওয়ার মাধ্যমে শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে আমাদের দায়বদ্ধতা তুলে ধরতে চাই। কলেজের শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখতে চাই আমরা। প্রশাসনের সহযোগিতা সবসময় আমাদের অনুপ্রাণিত করে।”
তিনি আরও জানান, সামনে কলেজের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে আরও গঠনমূলক কার্যক্রম হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে সংগঠনের।

