মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
মহান বিজয় দিবস—১৬ ডিসেম্বর। স্বাধীনতার চেতনা বুকে ধারণ করে দিনাজপুরের বিরামপুরে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ছয় কিশোর শিক্ষার্থী।
যেমন খুশি তেমন সাজো” প্রতিযোগিতায় অংশ নিতে তারা প্যাডেলচালিত পুরাতন ভ্যানে চেপে, কেউ শুয়ে, কেউ দাঁড়িয়ে, কেউ সামনে হ্যান্ডেল ধরে, আবার একজন পেছন থেকে ঠেলে—শীতের কুয়াশা ভেদ করে কাঁদামাখা শরীর নিয়ে প্রায় সাড়ে তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে হাজির হয়।
এই ছয় কিশোর হলো—মোঃ ফাহিম, মোঃ সাইদুল মুরসালিন স্বাধীন, মোঃ মাফিজুল ইসলাম, মোঃ সামি (শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়), মোঃ ইমরুল কায়েস মুগ্ধ (পাইলট উচ্চ বিদ্যালয়) ও মোঃ তামিম (সি ইডি ইন্টারন্যাশনাল স্কুল)। তারা ভিন্ন ভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী হলেও একই এলাকার সন্তান
কেন কাঁদামাখা শরীরে এমন সাজ—জানতে চাইলে তারা বলে,আমরা মুক্তিযোদ্ধাদের স্মরণে এমন সেজেছি। তারা অনেক কষ্ট করে আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছেন। আমরা যেন তাদের ভুলে না যাই—এই বার্তাই দিতে চাই।
তাদের এই ব্যতিক্রমী ভাবনা ও পরিশ্রমী অংশগ্রহণে মুগ্ধ হয়ে বিচারকমণ্ডলী পুরস্কার হিসেবে তাদের হাতে তুলে দেন সিরামিকের মগ।
এদিকে দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয় মহান বিজয় দিবস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা সুলতানা নীলা, সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, বিরামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সরকারসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। এছাড়াও উপস্থিত ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রোভার স্কাউট দল ও নানা শ্রেণি-পেশার মানুষ।
বাংলাদেশ পুলিশ, বিরামপুর থানার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে বিরামপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, এক মিনিট নীরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বিজয় দিবসের বেলুন-ফেস্টুন আকাশে উড়িয়ে দিবসের আনন্দঘন পরিবেশ সৃষ্টি করা হয়
প্যারেড পরিদর্শনের পর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়, যেখানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শেষে পুরস্কার বিতরণ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।

