Nabadhara
ঢাকাসোমবার , ২২ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

এডাব ঝালকাঠি জেলা শাখার নতুন কমিটি গঠন; সভাপতি খলিফা, সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ

ঝালকাঠি প্রতিনিধি
ডিসেম্বর ২২, ২০২৫ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের সমন্বয়কারী ও প্রতিনিধিত্বকারী সংগঠন এসোসিয়েশন অফ ডেভোলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ-এডাব ঝালকাঠি  জেলা শাখার ৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বরে) সকাল ১১টায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ডুমাউস, ঝালকাঠি এর সম্মেলন কক্ষে এডাব ঝালকাঠি জেলা শাখার বার্ষিক সাধারণ সভা-২০২৫ এর সভায় সদস্যদের উপস্থিতিতে এ কমিটি অনুমোদিত হয়।

জেলা শাখার নতুন দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্যবৃন্দের মধ্যে সভাপতি পদে জেডিএস এর নির্বাহী পরিচালক শাহ্ আলম খলিফা, সহ-সভাপতি এনএমএস’র নির্বাহী পরিচালক খলিলুর রহমান এবং সাধারণ সম্পাদক সাইডো’র নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ নির্বাচিত হয়েছেন।

এছাড়া নির্বাহী সদস্য পদে আঙ্গিনা’র নির্বাহী পরিচালক ডালিয়া নাসরিন, এসইউএস’র নির্বাহী পরিচালক মো: নান্না মিয়া, বিজেএস’র নির্বাহী পরিচালক মো: মাসউদুল আলম, বন্ধন’র নির্বাহী পরিচালক মোসা: ফাতেমা আক্তার রুনু নির্বাচিত হয়েছেন। নতুন কমিটি ২০২৬-২০২৮ইং সাল পর্যন্ত তিন বছরের জন্য দায়িত্ব পালন করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।