Nabadhara
ঢাকাবুধবার , ২২ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াগাতী বাজার বনিক সমিতির নির্বাচন; সভাপতি রুবেল, সম্পাদক অলিপ সাহা

MEHADI HASAN
সেপ্টেম্বর ২২, ২০২১ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইলঃ

নড়াইলের নড়াগাতীতে কালিয়া উপজেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে বাজার বনিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯ টাথেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৭২ জন ভোটারের বিপরীতে দুই বছর মেয়াদে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ ৩ টি পদে ৬ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করেন এবং ২৫৭ ভোট কাষ্ট হয়, বাতিল হয় মোট ১৮ টি ভোট।

সভাপতি পদে রুবেল চৌধুরী ফুটবল প্রতীকে ১৩৭ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচীত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসির চৌধুরী চেয়ার প্রতীকে পেয়েছেন ১১৫ ভোট, সাধারণ সম্পাদক পদে টিয়া পাখী প্রতীকে ১৪০ ভোট পেয়ে অলিপ সাহা নির্বাচীত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জিয়াউর রহমান শামীম ছাতা প্রতীকে পেয়েছেন ১০৯ ভোট এবং কোষাধ্যক্ষ পদে ঘড়ি প্রতীকে ১৩৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন জিন্দার আলী, তার নিকটতম প্রতিদ্বন্বি শাহাজাহান চৌধুরী রুনু দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১১২ ভোট।

বাজার বনিক সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন নড়াগাতী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মাহাবুবুল আলম।

বিজয়ী প্রার্থীরা একটি শুষ্ঠ ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে তাদের বক্তব্যে বাজার ব্যবস্থার উন্নয়নে কাধে কাধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ বিষয়ে কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ জহুরুল ইসলাম একটি শুষ্ঠ ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হতে সহযোগীতা করায় নড়াগাতী বাজার বাসীদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সকলকে একযোগে বাজার উন্নয়নে ভুমিকা রাখার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।