Nabadhara
ঢাকাবুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পত্নীতলা ১৫ কোটি টাকার মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি

Link Copied!

হাসান  শাহরিয়ার পল্লব, পত্নীতলা( নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর পত্নীতলা বিজিবি-১৪ কতৃক প্রায় ১৫ কোটি টাকার বেশি মূল্যের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার।

মঙ্গলবার ( ২৩ ডিসেম্বর) আনুমানিক বিকাল সাড়ে ৫ টায় ঘটিকায় পত্নীতলা ব্যাটালিয়ন-১৪ বিজিবি শিমুলতলী নলপুকুর বুড়োল দিঘী নামক এলাকার স্থানীয় লোকজন  দিঘী খনন করার সময় ১টি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি দেখতে পায়।

নিজস্ব সোর্সের মাধ্যমে বিষয়টি অবগত হওয়ার সাথে সাথে শিমুলতলী বিওপি কমান্ডার সুবেদার মো.তহুরুল ইসলামের নেতৃত্বে ৬ সদস্যের একটি বিশেষ টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনগণের সহায়তায় মূর্তিটি পুকুর থেকে উদ্ধার করে।

মূর্তিটির ওজন প্রায়  ২৭.৫৮০ কেজি। পরবর্তীতে লেঃ কর্নেল অধিনায়ক মো.আব্দুল্লাহ আল মামুন দিকনির্দেশনা মোতাবেক অভিজ্ঞ স্বর্ণকার কর্তৃক নাইট্রিক এসিড ও স্বর্ণের পরীক্ষার মাধ্যমে মূর্তিটি অত্যন্ত উচ্চমানের কষ্টি পাথরের মূর্তি বলে প্রতীয়মান হয় এবং জুয়েলারী সমিতির অভিজ্ঞ কর্মকারের ভাষ্যমতে জানা যায় উদ্ধারকৃত দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তির মূল্য প্রায় ১৫ কোটি টাকারও বেশি।

পত্নীতলা ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, অবৈধ সীমান্ত পারাপার, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল অপরাধ কার্যক্রমের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।