Nabadhara
ঢাকাশনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দেশজুড়ে তীব্র শীত ও ঘন কুয়াশা, বিপর্যস্ত জনজীবন

নবধারা ডেস্ক
ডিসেম্বর ২৭, ২০২৫ ৯:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

নবধারা ডেস্ক

ডিসেম্বরের শেষ প্রান্তে এসে বাংলাদেশজুড়ে শীতের তীব্রতা বেড়েছে।

আজ শনিবার (২৭ ডিসেম্বর,২০২৫) দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর সঙ্গে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় জনজীবন চরম ভোগান্তিতে পড়েছে।

চুয়াডাঙ্গা, যশোর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নীলফামারী ও গোপালগঞ্জসহ বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া শ্রমজীবী ও ছিন্নমূল জনগোষ্ঠী।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা ও আশপাশের এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যাচ্ছে। অনেক জায়গায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে। এতে সড়ক ও নৌপথে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

শীতের কারণে শিশু ও বয়স্কদের মধ্যে ঠান্ডাজনিত রোগের প্রকোপ বাড়ছে। হাসপাতালে রোগীর সংখ্যাও বাড়ছে বলে জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন শীতের তীব্রতা আরও বাড়তে পারে এবং তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় সবাইকে সতর্ক থাকার পাশাপাশি শীত থেকে বাঁচতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।