Nabadhara
ঢাকাশনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নোয়াখালী প্রতিনিধি
ডিসেম্বর ২৭, ২০২৫ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন নোয়াখালীর সাংবাদিকরা।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে নোয়াখালী প্রেস ক্লাব ভবনে বৈশাখী টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি অধ্যাপক লিয়াকত আলী খানের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, র‌্যালি ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

আলোচনা সভায় বৈশাখী টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি অধ্যাপক লিয়াকত আলী খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইয়াছিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এএনএম এমরান খান।

আলোচনা সভায় নোয়াখালীর সিনিয়র সাংবাদিকগণ বক্তব্য রাখেন। বক্তব্যে তাঁরা বৈশাখী টেলিভিশনের চেয়ারম্যান, নোয়াখালীর কৃতী সন্তান রফিকুল আমিন, বার্তা প্রধান জিয়াউল কবির সুমন এবং নোয়াখালী প্রতিনিধি অধ্যাপক লিয়াকত আলী খানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

আলোচনা সভা শেষে কেক কাটা হয়। পরে প্রেস ক্লাব সড়কে একটি র‌্যালি বের করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রেস ক্লাবে আয়োজিত মধ্যাহ্নভোজে অতিথি ও সাংবাদিকরা অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।