Nabadhara
ঢাকাশনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভোররাতে আগুনে খামার পুড়ে ছাই, ক্ষতি ৮ লাখ টাকা

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
ডিসেম্বর ২৭, ২০২৫ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের খানসামা উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে একটি পোল্ট্রি খামারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে খামারের প্রায় এক হাজার মুরগি পুড়ে মারা যায় এবং খামার মালিকের ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়।

শনিবার (২৭ ডিসেম্বর) ভোররাতে খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের সাবেক গুলিয়াড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। গ্রামের বাসিন্দা মনজুরুল ইসলামের মালিকানাধীন ‘মীম পোল্ট্রি খামার’-এ আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে হঠাৎ খামার থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান তারা। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি হয়। মুহূর্তের মধ্যেই আগুন খামারের পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খামারে দায়িত্বরত কর্মীদের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং পানি ও বিভিন্ন উপকরণ দিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে খামারের বড় একটি অংশ পুড়ে ছাই হয়ে যায়।

খামার মালিক মনজুরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে খামারের ভেতরে থাকা প্রায় এক হাজার পিস মুরগি পুড়ে মারা গেছে। পাশাপাশি টিনশেড ঘর, বৈদ্যুতিক সংযোগ ব্যবস্থা, খাবারের মজুত, খাঁচা ও অন্যান্য সরঞ্জাম সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে তার আনুমানিক ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ধরনের অগ্নিকাণ্ড অত্যন্ত দুঃখজনক। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে অগ্নিনিরাপত্তা বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে।

ছবির ক্যাপশন: দিনাজপুরের খানসামা উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে একটি পোল্ট্রি খামারে ভয়াবহ অগ্নিকাণ্ড।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।