আশরাফুজ্জামান সরকার, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার দুবলাগাড়ী গ্রামে একটি কৃষক পরিবারের খড়ের পালায় (গো-খাদ্য) বারবার আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
গত চার দিনে তিন দফায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলেও অভিযুক্ত ব্যক্তি প্রকাশ্যে পরিবারটিকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে।
আজ রোববার (২৮ ডিসেম্বর) পলাশবাড়ী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য মোছাঃ তানজিনা আকতার সেতু এসব অভিযোগ করেন। তানজিনা আকতার ওই গ্রামের মাজিজুস সোবাহান মাজু মেম্বারের মেয়ে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তানজিনা আকতার বলেন, গত ২৪, ২৬ এবং সর্বশেষ ২৭শে ডিসেম্বর গভীর রাতে পরিকল্পিতভাবে তাদের বাড়ির খড়ের পালায় আগুন লাগিয়ে দেওয়া হয়। এতে গবাদি পশুর বিপুল পরিমাণ খাদ্য ভস্মীভূত হয়ে তাদের ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হয়েছে।
তানজিনা অভিযোগ করেন, গতকাল (২৭ ডিসেম্বর) আগুন দেওয়ার সময় তারা অভিযুক্ত ব্যক্তিকে হাতেনাতে শনাক্ত করেছেন। অভিযুক্ত ব্যক্তির নাম নিরোন মন্ডল। তিনি একই গ্রামের মৃত মিরু মন্ডলের মেজো ছেলে।
তিনি আরও বলেন, “বারবার আগুন দেওয়ার ঘটনায় আমরা পলাশবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু অভিযোগ করার পর থেকে নিরোন মন্ডল ও তার সহযোগীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। তারা এখন প্রকাশ্যে আমাদের পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারটি অবিলম্বে অভিযুক্ত নিরোন মন্ডলকে গ্রেপ্তার এবং পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে গাইবান্ধা জেলা পুলিশ সুপার ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, খড়ের পালায় আগুন দেওয়ার একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

