Nabadhara
ঢাকাসোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর-১ আসনে ভোটাধিকার পুনরুদ্ধারের প্রত্যয়ে বিএনপির খন্দকার নাসিরুল ইসলামের মনোনয়নপত্র দাখিল

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ডিসেম্বর ২৯, ২০২৫ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম সোমবার (২৯ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিকেল ৩টায় আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রিফাত নূর মৌসুমীর কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন ও সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব। উপস্থিত দলের নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।

মনোনয়নপত্র জমা শেষে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, “আজকের মনোনয়ন শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, এটি মানুষের হারিয়ে যাওয়া ভোটাধিকার ফিরে পাওয়ার সংগ্রামের সূচনা। আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালীর মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত ও অবহেলিত। তারা এখন পরিবর্তন চায়, গণতন্ত্র চায়।”

তিনি আরও জানান, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ফরিদপুর-১ আসনের জনগণ ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করবে, যা আগামীর বিজয়ের পথ দেখাবে।

দলীয় নেতারা বলেন, খন্দকার নাসিরুল ইসলাম একজন পরীক্ষিত, জনপ্রিয় ও ত্যাগী নেতা। তার নেতৃত্বে ফরিদপুর-১ আসনে বিএনপি একটি ঐতিহাসিক বিজয়ের দিকে এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।