Nabadhara
ঢাকারবিবার , ২৬ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে চিংড়ি ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ

MEHADI HASAN
সেপ্টেম্বর ২৬, ২০২১ ৮:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, চিতলমারীঃ 

বাগেরহাটের চিতলমারীর সন্তোষপুর ইউনিয়নের বাবুয়ানা গ্রামের মঞ্জুর মাঝির চিংড়ি ঘেরে দুস্কৃতিকারীরা বিষ প্রয়োগের ফলে প্রায় ৫/৬ লক্ষাধিক টাকার মাছ মরে ভেসে উঠেছে। এ ঘটনায় মঞ্জুর মাঝি বাদি হয়ে প্রতিবেশী গণেশ বাছাড়কে আসামী করে চিতলমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে গণেশ বাছাড় বিষ প্রয়োগের কথা অস্বীকার করে বলেন, এলাকায় আমার সুনাম ক্ষুন্ন করার জন্য একটি পক্ষ প্রতিবেশী মঞ্জুর মাঝিকে দিয়ে আমার নামে থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করিয়েছে।

সন্তোষপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম বলেন, শুক্রবার রাত ১০ টার দিকে মঞ্জুর মাঝির ডাকা-ডাকির প্রেক্ষিতে আমরা কয়েকজন তার ঘেরের পাড়ে যেয়ে দেখি অজ্ঞাত ব্যক্তির দুটি স্যান্ডেল পড়ে আছে। তার ঘেরে বিষ প্রয়োগ করা হয়েছে এটা সঠিক। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংশা করার চেষ্টা চলছে।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান নবধারা কে বলেন, চিংড়ি ঘেরে বিষ প্রয়োগের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।