Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতাকে হাতুড়িপেটা: জমি বিরোধের জেরে আতঙ্কে কৃষক পরিবার

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
জানুয়ারি ১, ২০২৬ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল

যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার ফয়জুর রহমানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর পাল্টাপাল্টি অভিযোগের পাশাপাশি একটি কৃষক পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী জহির হোসেন বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের জানান, তিনি তার পিতার পৈতৃক সম্পত্তির অংশ হিসেবে প্রায় তিন শতক জমি বৈধভাবে শংকরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার ফয়জুর রহমানের কাছে বিক্রি করেন। কিন্তু একই এলাকার নওশেরের ছেলে মুজিবার রহমান ওই জমিতে নিজের অংশ রয়েছে দাবি করে দীর্ঘদিন ধরে বিরোধ সৃষ্টি করে আসছিলেন।

জহির হোসেন আরও জানান, জমি সংক্রান্ত ওই বিরোধের জের ধরেই গত মঙ্গলবার সকালে মুজিবার রহমানের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি জমির ক্রেতা মাস্টার ফয়জুর রহমানের ওপর হামলা চালায়। এ সময় তাকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার পর আহত ফয়জুর রহমানের স্ত্রী বাদী হয়ে ঝিকরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে।

তবে জহির হোসেনের অভিযোগ, পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর অভিযুক্ত মুজিবার রহমান ও তার ভাই সিরাজুলের নেতৃত্বে পাঁচ থেকে সাতজনের একটি দল তার বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এতে তার পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছে বলে জানান তিনি।

ভুক্তভোগী পরিবারটি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছে।

এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্জালাল আলম বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।