Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
জানুয়ারি ১, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

মনিরামপুরে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত ছয় মাস মেয়াদি কম্পিউটার বেসিক কোর্সে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১১টায় মনিরামপুর পৌরশহরের আবাবিল টাওয়ারে অবস্থিত অন্বেষা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে এ উপলক্ষে এক সনদ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান। তিনি বলেন, “বর্তমান যুগে তথ্যপ্রযুক্তিতে দক্ষতা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়। এ ধরনের প্রশিক্ষণ কেন্দ্র তরুণদের আত্মনির্ভরশীল হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

অন্বেষা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক শফিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন।

মাদ্রাসা শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মনিরামপুর প্রেসক্লাবের সহসভাপতি জিএম ফারুক আলম, সিনিয়র সাংবাদিক ও সহযোগী অধ্যাপক আব্বাস উদ্দীন এবং সহকারী অধ্যাপক হোসাইন নজরুল হক।

অনুষ্ঠান শেষে সফলভাবে কোর্স সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন অতিথিরা।

উল্লেখ্য, অন্বেষা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রটি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে কেন্দ্রটি তথ্যপ্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গঠনে এলাকায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।